দি সাউথ এশিয়ান ট্যুরিজম এবং আল-আকসা ডেভেলপার্স (প্রা) লিমিটেড এর মাঝে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ শহরের মাইড্যাস রেস্টুরেন্ট এন্ড কনভেনশন সেন্টারে সন্ধ্যা সাতটায় দি সাউথ এশিয়ান ট্যুরিজম এর সত্ত্বাধিকারী মোসাঃ সুলতানা পারভীন এবং আল-আকসা ডেভেলপার্স (প্রা) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান কাজি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি অনুযায়ী আল-আকসা ডেভেলপার্স এর কতৃপক্ষ এবং এর কর্মকর্তা ও কর্মচারীগন আকর্ষণীয় ছাড়ে এয়ার ভাড়া, ট্যুর, হোটেল বুকিং সহ দি সাউথ এশিয়ান ট্যুরিজম থেকে বিভিন্ন সেবা পাবেন। সামাজিক দুরত্ব ও নিরাপত্তা নিশ্চিত করে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি সাদরুল ইসলাম, আল-আকসা ডেভেলপার্স (প্রা) লিমিটেডের জেনারেল মানেজার পারভেজ আহমেদ সহ বিভিন্ন এয়ারলাইন্স এবং শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মকর্তাগন।